বার বার অগ্নিকাণ্ড নাশকতা কি না, খতিয়ে দেখার আহ্বান তাপসের

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, একটি সুনির্দিষ্ট সময়ে বার বার অগ্নিকাণ্ড ঘটছে, তাই আমরা শঙ্কিত। 
রাজধানীর নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল পরিদর্শনে যান ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস। ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, একটি সুনির্দিষ্ট সময়ে বার বার অগ্নিকাণ্ড ঘটছে, তাই আমরা শঙ্কিত। 

রাজধানীর নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের পর আজ শনিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

এসময় মেয়র বলেন, 'এগুলো নাশকতা কি না, তা গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে গুরুত্ব সহকারে খতিয়ে দেখার আহ্বান জানাই। গুজব ও অপপ্রচার রোধে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ করছি।'

আজ শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সাড়ে ৩ ঘণ্টা পর সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ঈদের মাত্র ৭ দিন বাকি থাকতেই আগুনে পুড়ল নিউ সুপার মার্কেট। ৪ এপ্রিল ভোরে রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে সব হারিয়ে বঙ্গবাজারের ব্যবসায়ীরা এখন চৌকি পেতে পণ্য বিক্রি করছেন। চেষ্টা করছেন ঘুরে দাঁড়ানোর। এর ১১ দিন পর আবার নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।

Comments