হবিগঞ্জ

শর্ট সার্কিট থেকে আশ্রয়ণ প্রকল্পে আগুন, পুড়ে গেছে ১০ ঘর

বৃহস্পতিবার সকালে বাহুবল উপজেলার পাড়াটিলা এলাকার আশ্রয়ণ প্রকল্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

হবিগঞ্জের বাহুবল উপজেলায় অগ্নিকাণ্ডে আশ্রয়ণ প্রকল্পের মোট ১০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার পাড়াটিলা এলাকার ওই আশ্রয়ণ প্রকল্পে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগুনে প্রকল্পের মোট ৫০টি বাড়ির মধ্যে ১০টি পুড়ে গেছে।

ওসি বলেন, 'বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আশ্রয়ণ প্রকল্পে আগুনের সূত্রপাত। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ১০টি ঘর পুড়ে যায়।'

জানতে চাইলে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম ডেইলি স্টারকে বলেন, 'পাহাড়ি এলাকায় পানির সংকট থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা দেরি হয়েছে। প্রায় দেড় ঘণ্টা লেগে গেছে।'

পুটিজুরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুদ্দত আলী জানান, বিকেলে অগ্নিদগ্ধদের মধ্যে কাপড় ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

Comments

The Daily Star  | English

11 years of N’ganj 7-murder: Hope fading as families still await justice

With the case still pending with Appellate Division, the victims' families continue to wait for the execution of the culprits' punishment

1h ago