চট্টগ্রামে টায়ার গুদামের আগুন নিয়ন্ত্রণে

বন্দর নগরী চট্টগ্রামের দোয়ানহাট এলাকায় একটি টায়ারের গুদামে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করে।
আজ শনিবার দুপুরে আগুনের ঘটনা ঘটে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তর আগারবাদ সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, দুপুর পৌনে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পরপরই পুরো এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। দুপুর ২টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তিনি আরও জানান, বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা পুরোনো টায়ার ওই গুদামে সংরক্ষণ করা হতো।
Comments