বজ্রপাতে ৩ জনের মৃত্যু, শীতলক্ষ্যায় গোসলে নেমে নিখোঁজ ২
নরসিংদী রায়পুরায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে শিবপুর উপজেলায় শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে ২ জন নিখোঁজ হয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপর ২টার দিকে বৃষ্টির সময় বজ্রপাতে উপজেলার লোচনপুর গ্রামে ২ জন ও চরলক্ষ্মীপুর গ্রামে ১ জনের মৃত্যু হয়।
তারা হলেন- রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের লোচনপুর গ্রামের আফরান আহাদ (১৭), একই গ্রামের রানা আহমেদ (২০) ও চরলক্ষ্মীপুর গ্রামের রেহেনা বেগম (৪৫)।
বজ্রপাতে লোচনপুর গ্রামের আরও ১ জন আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
লোচনপুর গ্রামের স্থানীয়রা জানায়, দুপুরে বজ্রসহ বৃষ্টি শুরু হলে তারা ৩ জন বৃষ্টিতে ভিজে গাছ থেকে আম পেরে বাড়ি ফিরছিলেন। বজ্রপাতে ৩ জন আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহাদ ও রানাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহতাবস্থায় একই গ্রামের শিমন আহমেদকে (১৭) উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক গাজী সিদ্দিক এসব তথ্য দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
অন্যদিকে বেলাবো থানার ওসি তানভীর আহমেদ চরলক্ষ্মীপুর গ্রামে বজ্রপাতে ১ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
শীতলক্ষ্যায় গোসলে নেমে নিখোঁজ ২
নরসিংদীর শিবপুর উপজেলায় শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে ২ জন নিখোজ হয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে শিবপুর এলাকার লাখপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন তিন কিশোরী। তাদের মধ্যে একজন ফিরে এলেও সন্ধ্যা ৬টা পর্যন্ত বাকি ২ জনের খোঁজ মেলেনি।
নিখোঁজরা ২ জন হলেন- পলাশ উপজেলার ইয়াসমিন আক্তার (১৪), শিবপুর উপজেলার লাখপুর গ্রামের ইমা আক্তার (১৫)।
স্থানীয় ও পরিবারের বরাতে পলাশ উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন মাস্টার সাদিকুল বারী বলেন, 'দুপুর ১টার দিকে তারা ৩ জন গোসলে নেমেছিলেন। সাদিয়া নদী থেকে ফিরতে পারলেও বাকি দুজন স্রোতে ভেসে গেছেন। দুপুরে ২টা ৩৫ মিনিটে খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে গিয়েছে। আমাদের যেহেতু নিজস্ব ডুবুরি নেই, তাই আমরা ঢাকায় জানিয়েছি। ডুবুরি দল সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে চলে আসবে বলে আমরা আশাবাদী। তার পৌঁছালেই আমরা উদ্ধারকাজ শুরু করতে পারব।'
এ বিষয়ে শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ তালুকদার বলেন, 'দুই কিশোরী নদীতে নিখোঁজ হওয়ার সংবাদ শুনেছি। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যাচ্ছেন। তারা পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।'
Comments