যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কা, আহত ৫

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার ধালাই বালুর তাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) রহমত উল্লাহ দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'দুর্ঘটনার তথ্য পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।'
রহমত উল্লাহ আরও বলেন, 'দুর্ঘটনাকবলিত যানবাহন পুলিশ জব্দ করেছে, তবে চালক পালিয়ে গেছে।'
আহত প্রায় সবাই মাইক্রোবাসের যাত্রী বলে জানান তিনি।
Comments