যশোরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৭

শুক্রবার রাত পৌনে ৮টার দিকে যশোর-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ছবি: সংগৃহীত

যশোর সদর উপজেলার লেবুতলা এলাকায় বাস-ইজিবাইক সংঘর্ষে একই পরিবারের ৫ জনসহ ৭ জন নিহত হয়েছেন।

আজ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে যশোর-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

যশোর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন-ফাহিমা বেগম (৫৭), ইমরান হোসেন (২৭), খাদিজা খাতুন (৬) ও তার যমজ ভাই হাসান (২),  হোসেন (২) এবং ইজিবাইক চালক মুসা (৩৫)। অপরজনের পরিচয় নিশ্চিত করা যায়নি।

নিহতরা সবাই অটোরিকশার যাত্রী বলে ধারণা করা হচ্ছে।

দুর্ঘতনায় গুরুতর আহত হয়েছেন ৩ জন। তারা হলেন-খাদিজার মা সোনিয়া খাতুন (৪৪), নয়ন হোসেন ৩৫ ও ফাহিমা খাতুন (৬ মাস)। তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যশোর জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেনও সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'রয়্যাল পরিবহনের একটি বাস মাগুরার দিকে যাচ্ছিল। এ সময় যশোরগামী একটি যাত্রীবাহী ইজিবাইকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।'

ইজিবাইকে চালকসহ মোট ৮ জন ছিলেন বলে জানান তিনি।

বাসটি জব্দ করা হয়েছে। শিগগিরই বাসের চালক ও সহকারীকে আটক করা হবে বলে জানান তিনি।

যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আজিজুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, 'দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ৪ জনের মরদেহ উদ্ধার করি। আহত ৫ জনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে আরও ২ জন মারা যান।'

Comments