চমেকে আরও ১ ডেঙ্গু রোগীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১ নারীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেকে) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ডেঙ্গু
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১ নারীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেকে) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত আঞ্জুমান আরা(৩০) বন্দর নগরীর ডবলমুরিং এলাকার বাসিন্দা ছিলেন।

এ নিয়ে চট্টগ্রামে চলতি মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ জনে। এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চট্টগ্রামের এ পর্যন্ত ৪১ জনের মৃত্যু হয়েছে।

এর আগে, গতকাল চমেকে ডেঙ্গুতে আক্রান্ত ২ রোগীর মৃত্যু হয়।

আজ দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ইলিয়াস চৌধুরী বলেন, সোমবার ডেঙ্গু আক্রান্ত ওই নারীকে চমেকে ভর্তি করা হয়। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে শহর ও জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩৬ জন।

চলতি বছর চট্টগ্রামে এ পর্যন্ত মোট ৫ হাজার ৪১৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

Comments