নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় প্রাইভেটকার, ২ মরদেহ উদ্ধার

গাড়ির ভেতরে দুটি জন্ম নিবন্ধন কার্ড পাওয়া গেলেও, পুলিশ বলছে এই কার্ড দেখে মরদেহের পরিচয় নিশ্চিত করা যাচ্ছে না।
গাড়ি থেকে দুটি মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। ছবি: সংগৃহীত

বগুড়ার শেরপুর উপজেলায় ডোবায় পড়ে যাওয়া প্রাইভেটকারের ভেতর থেকে ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ রোববার দুপুরে স্থানীয়রা মরদেহ দুটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

গাড়ির ভেতরে দুটি জন্ম নিবন্ধন কার্ড পাওয়া গেলেও, পুলিশ বলছে এই কার্ড দেখে মরদেহের পরিচয় নিশ্চিত করা যাচ্ছে না।

কার্ডগুলো হলো-বগুড়া পৌরসভার নিশিন্ধারা মন্ডলপাড়া এলাকার হিরুর ছেলে জাকারিয়া জাকির (২৪) ও নাটোর জেলার বড়াইল উপজেলার জোনাইল ইউনিয়নের সংগ্রামপুর গ্রামের লিয়াকত ফকিরের মেয়ে রানী খাতুনের (১৯)।

আজ দুপুর ১টার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের চাঁদপুর এলাকায় প্রাইভেটকারটি ডোবায় পড়ে যায়। 

প্রত্যক্ষদর্শীরা বলছেন, দুর্ঘটনার পর গাড়ি থেকে ২ জন যুবক বের হয়ে পালিয়ে গেছেন।

উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা নাদির হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'দুর্ঘটনার পর স্থানীয়রা গাড়ি থেকে ২ জনের মরদেহ উদ্ধার করে। তাদের একজন আনুমানিক ৪০ বয়সী পুরুষ অ অপরজন ১৮-১৯ বছর বয়সী নারী। মরদেহ দুটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।'

জানতে চাইলে ওসি বাবু কুমার সাহা ডেইলি স্টারকে বলেন, 'মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। যে দুটি জন্ম নিবন্ধন পাওয়া গেছে তা দিয়ে প্রকৃত পরিচয় নিশ্চিত করা সম্ভব নয়। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হবে।'

এ বিষয়ে শেরপুর থানার পরিদর্শক আজমীরুল আজম ডেইলি স্টারকে বলেন, 'গাড়িতে আরো ২ জন যাত্রী ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তাদের পাওয়া যায়নি। ভয় পেয়ে তারা পালিয়ে যেতে পারেন।'

Comments