চান্দিনায় বাস উল্টে মোটরসাইকেল আরোহীসহ নিহত ৩

চান্দিনা উপজেলার হারিখোলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
কুমিল্লার চান্দিনায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে নিহত হয়েছেন ৩ জন। ছবি: সংগৃহীত

কুমিল্লার চান্দিনায় বাস উল্টে তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।

মঙ্গলবার সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার হারিখোলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়নের গণিপুর গ্রামের আলমগীর হোসেন (৩৮), হারিখোলা বেদে পল্লীর বাহরাম মিয়া (৬০), দেবীদ্বার উপজেলার কুরছাপ গ্রামের মোটরসাইকেল আরোহী আবুল কালাম (৪০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখী একটি বাস হারিখোলা মাজার এলাকায় পৌঁছলে একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে মহাসড়কে আছড়ে পড়ে। এসময় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুই পথযাত্রী ঘটনাস্থলে নিহত হয়। গুরুতর আহত হয় মোটরসাইকেল আরোহীসহ বাসযাত্রীরা। হাসপাতালে নেয়ার পথে মোটরসাইকেল আরোহী মারা যান।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির সার্জেন্ট (এসআই) নাজমূল হুদা জানান, আমরা দুই জনের মৃতের খবর পেয়েছি। এর মধ্যে আলমগীরের মরদেহ ফাঁড়িতে নিয়েছি। আর দুর্ঘটনাটি বেদে পল্লীর পাশে হওয়ায় নিহত ওই ব্যক্তির মরদেহ তারা বাড়িতে নিয়ে যায়। পরর্তীতে খোঁজ নিয়ে নিহত মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করেছি। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Comments