দুর্ঘটনা ও অগ্নিকাণ্ড

মোহাম্মদপুর কৃষি মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট

আজ বৃহস্পতিবার ভোর ৩টা ৪৩ মিনিটের দিকে কৃষি মার্কেটে আগুন লাগে।

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট সেখানে কাজ করছে।

বৃহস্পতিবার ভোর ৩টা ৪৩ মিনিটে কৃষি মার্কেটে আগুন লাগে। ছবি: রাশেদ সুমন/স্টার

আজ বৃহস্পতিবার ভোর ৩টা ৪৩ মিনিটের দিকে কৃষি মার্কেটে আগুন লাগে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার খালিদ বিন নজরুল দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট কাজ করছে। ছবি: শাহীন মোল্লা/স্টার

তিনি জানান, আগুন লাগার পর প্রথমে ১৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে অগ্নিনির্বাপণের কাজ শুরু করে। বর্তমানে ইউনিটের সংখ্যা ১৭টি।

আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ছবি: সংগৃহীত

কৃষি মার্কেট ও আশেপাশের এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এছাড়া সকাল থেকেই ওই এলাকায় পুলিশ ও র‍্যাব সদস্যরা অবস্থান করছে।

Comments

The Daily Star  | English

Now Fitch has a negative outlook on Bangladesh

Bangladesh’s credit rating came under further threat today as Fitch put the country on a “negative” outlook while giving a damning verdict on the central bank’s policy response to the fast-depleting foreign currency reserves

1h ago