উত্তরায় সাইদ সেন্টারে আগুন: পুড়ে গেছে ৭, ৮ ও ৯ তলা

মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে ২৪টি ইউনিটের চেষ্টায় সাড়ে ৩ ঘণ্টা পর ভোররাত ৪টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরের সাঈদ গ্র্যান্ড সেন্টারে আগুনের ঘটনা ঘটেছে। আগুনে ১৬ তলা ভবনটির ৭, ৮ ও ৯ তলা ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে ২৪টি ইউনিটের চেষ্টায় সাড়ে ৩ ঘণ্টা পর ভোররাত ৪টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস মিডিয়া উইংয়ের ওয়ার হাউস ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম বলেন, 'ভবনের কোনো কর্মচারী আহত হওয়া বা আটকে পড়ার খবর পাওয়া যায়নি। আগুন নেভাতে গিয়ে টঙ্গী ও উত্তরা ফায়ার স্টেশনের ২ কর্মী আহত হয়েছে। ভোর ৬টা ৪৫ মিনিটে আগুন পুরোপুরি নিভে গেছে।'

অগ্নিকাণ্ডের কারণ, ক্ষতি এবং উদ্ধারের পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো হবে বলে জানান তিনি।

Comments