রাজধানীর মহাখালীতে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

খাজা টাওয়ারের আগুনে ইন্টারনেট সেবা ব্যাহত
আতঙ্কে ভবনটির ছাদে উঠে যাওয়া কয়েকজনকে ফায়ার সার্ভিস সদস্যদের সহায়তায় নিচে নামতে দেখা গেছে। ছবি: প্রবীর দাশ/স্টার

রাজধানীর মহাখালী এলাকায় একটি ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট আগুন নেভাতে ছুটে গেছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, 'বিকেল ৫টার দিকে ১৪ তলা ভবনের ১৩ তলায় এই আগুন লাগে। আমরা শুনেছি যে ভবনটিতে কয়েকজন আটকা পড়েছেন।'

কয়েকজনকে ভবনের জানালা ভেঙে উদ্ধারের আর্তি জানাতেও দেখা গেছে। ছবি: প্রবীর দাশ/স্টার

আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলেও জানান তিনি।

এদিকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. শাহজাহান শিকদার ডেইলি স্টারকে বলেন, 'মহাখালী এলাকার খাজা টাওয়ারে এই আগুন লেগেছে। আগুন নেভাতে বর্তমানে ১১টি  ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।'
 

Comments

The Daily Star  | English

Made with US cotton? Pay less at US customs

US customs will apply a tariff rate only to the non-American portion of a product's value

10h ago