একটি ট্রাক উদ্ধার করেই দিন পার, ফেরি উদ্ধার শুরু হয়নি আজও

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের অদূরে ডুবে যাওয়া রজনীগন্ধা ফেরি থেকে একটিমাত্র ট্রাক উদ্ধার করেই দিন পান করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এবং অন্যান্য উদ্ধারকারী দলগুলো। ফেরি উদ্ধার কখন শুরু হবে তাও জানাতে পারছেন না তারা। এখনো নিখোঁজ আছেন ফেরির ইঞ্জিনের দ্বিতীয় মাস্টার হুমায়ুন কবির।
পাটুয়ারিয়া ঘাটের কাছে পদ্মা নদীতে ডুবে যাওয়া ফেরিকে ঘিরে উদ্ধার অভিযান। ছবি: স্টার

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের অদূরে ডুবে যাওয়া রজনীগন্ধা ফেরি থেকে একটিমাত্র ট্রাক উদ্ধার করেই দিন পান করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এবং অন্যান্য উদ্ধারকারী দলগুলো। ফেরি উদ্ধার কখন শুরু হবে তাও জানাতে পারছেন না তারা। এখনো নিখোঁজ আছেন ফেরির ইঞ্জিনের দ্বিতীয় মাস্টার হুমায়ুন কবির।

কুষ্টিয়ার তুলা ব্যবসায়ী ও ট্রাক মালিক মিজানুর রহমান বলেন, ডুবে যাওয়া ফেরিতে আমার তুলা বোঝাই দুটি ট্রাক ছিল। একটি ট্রাক বুধবার উদ্ধার হলেও আরেকটি এখনও উদ্ধার করতে পারেনি। আমার প্রায় এক কোটি টাকার তুলা নষ্ট হয়ে গেছে। ট্রাক দুটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার তো অপরাধ নেই। এর ক্ষতিপূরণ দেবে কে? কেউ তো আমাদের প্রতি আন্তরিক নয়। এই যে দুদিন ধরে পাটুরিয়া ঘাটে এসে বসে আছি, কেউ তো একটু জিজ্ঞাসাও করল না। ফেরিটি খুবই পুরাতন। হয়তো ফিটনেসও নেই। তলায় ফুটো ছিল। এ কারণে ডুবে গেছে। এখন তারা ফেরিডুবির ঘটনা নিয়ে নাটক করছে।'

বিআইডব্লিউটিএর ডুবুরি দলের সদস্য নুরুল ইসলাম বলেন, 'ফেরিটি উল্টে যাওয়ায় সেটির ভিতর ঢোকা যাচ্ছে না। এ কারণে ভেতরে কেউ আছে কিনা সেটাও বোঝা যাচ্ছে না। তবে আমরা চেষ্টা করছি, নিখোঁজ সহকারী ফেরি মাষ্টার হুমায়ুন কবীরকে খুঁজে বের করতে। এছাড়া নদীর তলদেশে স্রোতের কারণে ফেরিতে থাকা গাড়িগুলোও সরে গেছে। বালিতে আটকে গেছে। সেগুলোকে শনাক্ত করা ও তোলাটাও কষ্টকর হয়ে গেছে।'

বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, 'গতকাল উদ্ধারকারী জাহাজ হামজা ফেরির সঙ্গে ডুবে যাওয়া গাড়িগুলো উদ্ধারে কাজ শুরু করে এবং একটি ট্রাক ও কাভার্ড ভ্যান উদ্ধার করতে সক্ষম হয়। ঘন কুয়াশা ও তীব্র শীতের কারণে রাত ১০টা থেকে আজ সকাল ১০টা পর্যন্ত উদ্ধার কাজ বন্ধ থাকে। আজ বেলা সাড়ে ১১টায় উদ্ধার কাজে যোগ দেয় উদ্ধারকারী জাহাজ রুস্তম। বেলা সাড়ে তিনটায় একটি ট্রাক উদ্ধার করা হয়। এ পর্যন্ত নয়টির মধ্যে তিনটি উদ্ধার হয়েছে।'

ফেরি উদ্ধার প্রসঙ্গে তিনি বলেন, 'ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও বিআইডব্লিউটিএর সমন্বয়ে কমিটি হয়েছে। উদ্ধার কাজটি তারা দেখছেন। আমি যতদূর জানি, উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তমের সঙ্গে প্রত্যয় যুক্ত হলে ফেরি উদ্ধার কাজ শুরু হবে। গতকাল নারায়ণগঞ্জ থেকে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় পাটুরিয়ার উদ্দেশে রওয়ানা হয়েছে।'

 

Comments