কুয়াকাটায় সেতু ধসে খালে ট্রাক

রোববার একটি মালবাহী ট্রাক যাওয়ার সময় ভেঙে পড়ে সেতুটি। ছবি: সোহরাব হোসেন/স্টার

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন মম্বিপাড়া এলাকায় একটি জরাজীর্ণ সেতু ভেঙে খালে পড়ে গেছে। এতে ভোগান্তিতে পড়বেন পর্যটকসহ স্থানীয় অন্তত ৫টি গ্রামের বাসিন্দারা।

আজ রোববার সকাল ১১টার দিকে লতাচাপলী ইউনিয়নে মম্বিপাড়া খালের উপর সেতুটি দিয়ে একটি মালবাহী ট্রাক যাওয়ার সময় ভেঙে পড়ে সেতুটি।

কুয়াকাটায় মিশ্রিপাড়া বৌদ্ধ মন্দির দেখতে যাওয়ার ক্ষেত্রে পর্যটকদের জন্য সহজ পথ ছিল এটি। 

সূত্র জানায়, ২০০৫ সালে মম্বিপাড়া খালের উপর এলজিইডি ৮০ ফুট দৈর্ঘ্য ও ১০ ফুট প্রস্থের লোহার তৈরি এ সেতুটি (সাধুর ব্রিজ নামে পরিচিতি) নির্মাণ করে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সেতুটি জরাজীর্ণ হয়ে পড়ে। 

স্থানীয়রা জানায়, এই সেতু দিয়ে প্রতিদিন মম্বিপাড়া, নতুন বাজার, বড়হরপাড়া, পৈরঘোজা গ্রামের শিক্ষার্থীসহ ৫ গ্রামের মানুষ চলাচল করে। 

স্থানীয় বাসিন্দা শুকদেব সৈদ্যাল দ্য ডেইলি স্টারকে বলেন, 'সেতুটি ভেঙে যাওয়ায় যাতায়াতে অনেক সমস্যা হবে। ছাত্র—ছাত্রী স্কুলে যেতে ভোগান্তিতে পড়বে, অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে যেতেও কষ্ট হবে।'

মিশ্রিপাড়া ফাতেমা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম মস্তফা ডেইলি স্টারকে বলেন, 'ওই সেতুটি দিয়ে আমাদের বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী যাতায়াত করে।'

মম্বিপাড়া গ্রামের ইউপি সদস্য দুলাল শিকদার জানান, দুই বছর আগে সেতুটির একটি অংশ ভেঙে পড়ে। পরে তারা কাঠ দিয়ে সংস্কার করে কোনোরকম চলাচলের ব্যবস্থা করেন। 
তিনি বলেন, 'সেতুর বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কয়েকবার জানালেও তারা ব্যবস্থা নেয়নি।'
 
জানতে চাইলে এলজিইডি কলাপাড়া উপজেলার প্রকৌশলী মো. সাদেকুর রহমান ডেইলি স্টারকে বলেন, 'সেতু ভেঙে পড়ার কথা শুনেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'

যোগাযোগ করা হলে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, 'সরেজমিন পরিদর্শন করে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।'

Comments

The Daily Star  | English

‘We knew nothing about any open letter’

Journalist Bibhuranjan’s son says after identifying his body

7h ago