দুর্ঘটনা ও অগ্নিকাণ্ড

দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ১ 

ঘোড়াঘাট ও হাকিমপুর উপজেলায় দুজন করে মোট ৪ জন নিহত হয়েছেন। 
ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত

দিনাজপুরে পৃথক ৩ সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক মোটরসাইকেল আরোহী।  

এর মধ্যে ঘোড়াঘাট ও হাকিমপুর উপজেলায় দুজন করে মোট ৪ জন নিহত হয়েছেন। 

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ দ্য ডেইলি স্টারকে জানান, আজ শুক্রবার সকালে ভুট্টাবোঝাই একটি ট্রাক গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিল। ট্রাকটি উপজেলার টিঅ্যান্ডটি মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে দিনাজপুরগামী সারবোঝাই আরেক ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই ভুট্টাবোঝাই ট্রাকের চালক ও হেলপার নিহত হয়।  

নিহতরা হলেন-ট্রাকচালক জয়পুরহাট সদর উপজেলার মীরগ্রাম চৌমুহনী গ্রামের গোলাম রব্বানী (৪৫) ও হেলপার মোহাম্মদ রেজওয়ান (৩৪)। 

হাকিমপুরে গরু বহনকারী একটি ইঞ্জিনচালিত নছিমনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। 

নিহতরা হলেন-দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কুমারপাড়া গ্রামের ধীমান কুমার ঘোষ (৩০) ও দাউদপুর গ্রামের আরিফ হোসেন (৩২)। 

হাকিমপুরে ইঞ্জিনচালিত নছিমনের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

হাকিমপুর থানার পরিদর্শক (তদন্ত) এস এম জাহাঙ্গীর আলম জানান, দুই বন্ধু মোটরসাইকেলে করে হাকিমপুর আসেন। তারা বিরামপুর হয়ে নবাবগঞ্জে ফিরছিলেন। দুপুর আড়াইটার দিকে তারা ডাঙ্গাপাড়া গ্রামে পৌঁছালে দ্রুতগামী নছিমন মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। 

বীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ারুল ইসলাম জানান, দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে বৃহস্পতিবার সন্ধ্যায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত তামিম বীরগঞ্জ শহরের বাসিন্দা ছিলেন। 

এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। 

Comments