গাজীপুরের বাসনে আগুনে পুড়েছে ৫০ ঘর

একটি দোকান থেকে আগুন লেগে ছড়িয়ে পড়ে
গাজীপুরের বাসনে একটি কলোনিতে গতরাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

গাজীপুরের বাসন এলাকায় একটি কলোনিতে আগুন লেগে ৫০টি ঘর পুড়ে গেছে।

বাসন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রুহুল আমীন মোল্লা দ্য ডেইলি স্টার বলেন, গতরাত ২টা ৪০ মিনিটের দিকে লাগা আগুন আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি বলেন, পেয়ারা বাগান এলাকার মিজান নামে এক ব্যক্তির দোকানে আগুন লাগে। এরপর ওই আগুন ছড়িয়ে পড়লে কলোনির ৫০টি ঘর পুড়ে যায়।

তিনি জানান, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসে পাঁচটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

Comments