চট্টগ্রামে খালে ভেসে উঠল শিশুর মরদেহ, অন্যজন এখনো নিখোঁজ
চট্টগ্রামের চাক্তাই খালে পড়ে নিখোঁজ দুই শিশুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার ভোরে তার মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, সকালে স্থানীয়রা রাজাখালী এলাকায় খালে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চট্টগ্রাম বিভাগের সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, ভোর ৬টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল গিয়ে মরদেহ উদ্ধার করে।
মঙ্গলবার বিকেলে গোসল করতে নেমে যেখানে নিখোঁজ হয় ওই দুই শিশু, সেখান থেকে প্রায় আধা কিলোমিটার দূরে ভাসমান অবস্থায় পাওয়া যায় ১১ বছর বয়সী ওই শিশুকে।
জসিম উদ্দিন বলেন, ওই শিশুর কোনো স্বজনের খোঁজ এখনো পাওয়া যায়নি। স্থানীয়রা জানিয়েছেন, সে পথশিশু ছিল।
গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ হওয়ার খবর পেয়ে ডুবুরি দল চাক্তাই খালে অভিযান চালায়। তাদের সন্ধান না পেয়ে রাত ৯টার দিকে উদ্ধার অভিযান স্থগিত করা হয়।
জসিম জানান, সকালে তারা পুনরায় অভিযান শুরু করার প্রস্তুতি নিচ্ছিলেন। এর মধ্যেই স্থানীয়রা মরদেহ পাওয়ার কথা জানান।
সহকারী পরিচালক আরও জানান, মরদেহটি বাকলিয়া থানায় রাখা হয়েছে। কারণ এখনো তার পরিচয় বা পরিবারের সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ অপর শিশুর খোঁজে এখনো ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল।
Comments