মিরসরাইয়ে পিকনিকের গাড়ি উল্টে পথচারী নিহত, আহত ১৫

মিরসরাই উপজেলা মিঠাছরা এলাকায় বাসটি উল্টে খাদে পড়ে যায়। ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে পিকনিকের গাড়ি উল্টে খাদে পড়ে এক পথচারী নিহত হয়েছেন। 

আজ শুক্রবার সকালে মিরসরাই উপজেলা মিঠাছরা এলাকার চট্টগ্রাম মুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। 

এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। আহতদের স্থানীয় বেসরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

মিরসরাইয়ের জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক বোরহান উদ্দিন দ্য ডেইলি স্টারকে দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।  

পুলিশ জানায়, আহতরা সবাই ঢাকার নারায়ণগঞ্জের তোলারাম কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও কলেজ পরিচালনা কমিটির সদস্য। বার্ষিক শিক্ষাসফরে তারা চট্টগ্রামে যাচ্ছিলেন।

পিকনিকের বাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের মিঠাছরা এলাকা পার হওয়ার সময় মহাসড়কের পাশে একটি গাছসহ খাদে পড়ে যায়। এতে মানসিক ভারসাম্যহীন এক পথচারী ঘটনাস্থলেই মারা যান বলে পুলিশ জানিয়েছে

উপপরিদর্শক বোরহান উদ্দিন বলেন, 'বনভোজনের বাস খাদে পড়ে একজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। বাসটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।' 
 

Comments

The Daily Star  | English
A dangerous suggestion

A dangerous suggestion

No provision in the constitution should be outside the purview of the judiciary

15h ago