বিদ্যুৎস্পৃষ্টে দম্পতির মৃত্যু

গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক দম্পতির মৃত্যু হয়েছে।
তারা হলেন- মোহাম্মদ শহীদুল্লাহ ভূঁইয়া (৫৫) গাজীপুরের গাজীপুরের কাপাসিয়া কির্তনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং তার স্ত্রী ফেরদৌসি আক্তার (৪০)।
গতকাল শুক্রবার বিকেলে কাপাসিয়া উপজেলার সেলদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যরা জানান, শুক্রবার বিকেলে মোহাম্মদ শহীদুল্লাহ ভূঁইয়া বাড়ির পাশে পুকুর থেকে মাছ ধরতে বৈদ্যুতিক মোটর স্থাপন করেন। মোটরটিতে বিদ্যুৎ চালু করতে গেলে প্রথমে শহীদুল্লাহ ভুঁইয়া বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় স্বামীকে বাঁচাতে পাশেই দাঁড়িয়ে থাকা স্ত্রী ফেরদৌসি এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।
পুলিশ জানায় এ ঘটনায় নিহতের ছেলে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
Comments