কুয়েটে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে মোহাম্মদ কালু (৫০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারিত ক্যাম্পাসে এই দুর্ঘটনা ঘটে।
নিহত কালুর খুলনার খানজাহান আলী থানার এজাক্স জুট মিল কলোনির বাসিন্দা ছিলেন। তার বাবার নাম আব্দুস সামাদ।
সহকর্মীদের উদ্ধৃতি দিয়ে কুয়েটের প্রকৌশল বিভাগ থেকে বলা হয়েছে, কালু নির্মাণাধীন দশতলা ভবনের চতুর্থ তলায় কাজ করার সময় হঠাৎ নিচে পড়ে যান। তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুয়েটের নির্বাহী প্রকৌশলী আবু হায়াত বলেন, কালুর মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা আছে।
Comments