মুন্সিগঞ্জে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে নেমে ৩ শ্রমিকের মৃত্যু

মুন্সিগঞ্জ শহরে একটি নির্মাণাধীন দ্বিতল ভবনের সেপটিক ট্যাংকে নেমে তিন শ্রমিক মারা গেছেন।
আজ রোববার বিকেলে খালইস্ট মহল্লায় সবুজ কাজীর বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন, শাহীন ইসলাম (২৮), ফিরোজ (১৮) ও মোহাম্মদ ইব্রাহিম (২৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল থেকে ওই ভবনের সোয়ারেজের কাজসহ অন্যান্য কাজ করছিলেন শ্রমিকরা। দুপুরের দিকে একজন শ্রমিক প্রথমে সেপটিক ট্যাংকে প্রবেশ করেন। এসময় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধারে আরও দুই শ্রমিক ট্যাংকে প্রবেশ করলে তারাও অসুস্থ হয়ে ভেতরে আটকা পড়েন। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম জানান, বিকেল ৩টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে জানতে পারি তিন শ্রমিক সেপটিক ট্যাংকে নেমে আটকা পড়েছেন। দীর্ঘদিন ট্যাংকের ঢাকনা বন্ধ থাকায় সেখানে কার্বন মনোক্সাইড গ্যাস সৃষ্টি হয়। আমরা ধারণা করছি, শ্রমিকরা ঢাকনা খুলে নিচে নামার সঙ্গে সঙ্গে অক্সিজেন স্বল্পতায় মারা গেছেন। পরে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর সাংবাদিকদের জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
Comments