নববধূ সুমি হত্যার বিচারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে মানববন্ধন

ঢাকা-আরিচা মহাসড়কের বানিয়াজুরী বাসস্ট্যান্ডে আয়োজিত মানববন্ধনে এলাকার শত শত নারী-পুরুষ অংশ নেন। ছবি: স্টার

মানিকগঞ্জের ঘিওরে নববধূ সুমি হত্যার ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

আজ শুক্রবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বানিয়াজুরী বাসস্ট্যান্ডে আয়োজিত মানববন্ধনে এলাকার শত শত নারী-পুরুষ অংশ নেন। এসময় নিহত সুমির বাবা রহম আলী, মা রওশনা বেগম ও বোন রুমি আক্তারসহ স্থানীয়রা বক্তব্য রাখেন।

বক্তারা সুমি হত্যায় অভিযুক্ত তার স্বামী রূপকের ফাঁসি এবং আরও যারা জড়িত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।

মানববন্ধন শেষে তারা একটি বিক্ষোভ মিছিলও বের করেন।

উল্লেখ্য, গত ২১ জুলাই ঘিওর উপজেলার শোলধারা গ্রামে নববধূ সুমি আক্তারকে তার স্বামী রূপক আহমেদ গলা কেটে হত্যা করেন বলে অভিযোগ পাওয়া যায়।

ঘটনার ৬ দিন পর রূপককে কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করে সিআইডি।

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

1h ago