মানিকগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ১২

মানিকগঞ্জের ঘিওরে যাত্রীবাহী বাস ও চালবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের যাত্রীসহ ১২ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের পুখুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
ঢাকা-আরিচা মহাসড়কের পুখুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের ঘিওরে যাত্রীবাহী বাস ও চালবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের যাত্রীসহ ১২ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের পুখুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনায় মহাসড়কে পৌনে এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। 

বরঙ্গাইল হাইওয়ে ফাঁড়ির পরিদর্শক জাকির হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আহতদের মধ্যে ৭ জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন, আরাফাত হোসেন (৩৮), আশিকুর রহমান (২৮), নূরজাহান বেগম (৪৫), মারুফ হোসেন (২৫), তানিয়া আক্তার (৩০), রাজা মিয়া (৪৩) ও তুলসী দাস (৬০)।

তারা সবাই ওই বাসের যাত্রী ছিলেন এবং তাদের বাড়ি জেলা সদর, ঘিওর ও শিবালয় উপজেলায়।

বাকিদের স্থানীয় মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং দুর্ঘটনায় আহত ট্রাকচালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ দিকে দুর্ঘটনাকবলিত যান দুটি সড়কের ওপর বিকল হয়ে পড়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে যান দুটি সড়ক থেকে সরানোর পর বেলা সোয়া ৩টার দিকে যানবাহন চলাচল শুরু হয়।

জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আহতরা ডেইলি স্টারকে বলেন, 'গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে বাসটি দ্রুতগতিতে চলছিল। পুখুরিয়া এলাকায় একটি সেতুর কাছে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।'

হাইওয়ে পুলিশের পরিদর্শক জাকির হোসেন ডেইলি স্টারকে বলেন, 'যানবাহন দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।'

Comments