পঞ্চগড়ে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ২

অপারেশন ডেভিল হান্ট
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় চা বাগানে এক স্কুলছাত্রীকে (১৭) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।

রোববার বিকেলে স্কুলছাত্রীর বাবা ৭ জনকে আসামি করে আটোয়ারী থানায় ধর্ষণ মামলা করেছেন।

মামলায় রাজু ও সাইফুল নামের ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রাত ৯টার দিকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা।

মামলার এজাহারে বলা হয়, ওই স্কুলছাত্রী তেঁতুলিয়ার একটি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ে। শনিবার বিকেল ৪টার দিকে সে পঞ্চগড় শহরে যায়। রাত ৮টার দিকে আটোয়ারী উপজেলার মালগোবা গ্রামের হাসান (২৫) ও তার সহযোগী সহযোগী রাজু ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করেন।

তারা মেয়েটিকে ফেলে রেখে চলে যান। পরে সবুজ (৩০), আমিনুল ইসলাম ওরফে ডিপজল (২৫), নজরুল (৪০), কৈলাশের ছেলে অমর (৩০) ও রহমান (৫০) তাকে ধর্ষণ করেন।

বন্দরপাড়া গ্রামের রাস্তা থেকে স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে নিয়ে যায়।

Comments

The Daily Star  | English

Economist Barkat held in graft case

Economist Prof Abul Barkat was arrested in the capital last night in a case filed with the Anti-Corruption Commission.

5h ago