বনশিল্প করপোরেশনের পরিচালকের বিরুদ্ধে দুদকের মামলা

অবৈধভাবে ৭৫ লাখ টাকা আয়ের অভিযোগ

অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের পরিচালক সাজ্জাদুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তার বিরুদ্ধে ৭৫ লাখ ৫৯ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) শফিউল্লাহ আদনান এই মামলার কথা নিশ্চিত করেছেন। দুদকের সহকারী পরিচালক সাইফুল ইসলাম এই মামলাটি করেছেন।

সাজ্জাদুল ইসলাম ২০২০ সালের ১২ ডিসেম্বর সম্পদ বিবরণী দাখিল করেন। সেখানে তিনি স্থাবর ও অস্থাবর মিলিয় এ২ কোটি ৩৪ লাখ টাকা সম্পদের তথ্য দেন। ৩২ লাখ ৯৪ হাজার টাকা ঋণ থাকার কথাও সেখানে উল্লেখ করা হয়।

সাজ্জাদুল যিনি একজন যুগ্মসচিব, আরও জানান, ২০০৪-০৫ ও ২০২০-২১ অর্থবছরের মধ্যে তিনি ৯৫ লাখ ৯১ হাজার টাকা খরচ করেছেন। এতে তার সর্বমোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ২ কোটি ৯৭ লাখ টাকা।

এফআইআরে দুদক বলেছে, তারা অনুসন্ধান করে ২ কোটি ২২ লাখ টাকার বৈধ সম্পদের হদিস পেয়েছেন। এর বাইরে ৭৫ লাখ ৫৯ হাজার টাকা তিনি অবৈধভাবে অর্জন করেছেন।

Comments

The Daily Star  | English

US sends list of items, seeking zero duty

The US has demanded zero duty facility for a large number of its products from Bangladesh.

10h ago