অর্থপাচার মামলায় টেলিটকের সাবেক ব্যবস্থাপকের ১২ বছর কারাদণ্ড

৫ কোটি ৭৪ লাখ টাকা পাচারের মামলায় টেলিটক বাংলাদেশ লিমিটেডের সাবেক ব্যবস্থাপক শাহ মো. জুবায়েরকে ১২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি আদালত।  
প্রতীকী ছবি

৫ কোটি ৭৪ লাখ টাকা পাচারের মামলায় টেলিটক বাংলাদেশ লিমিটেডের সাবেক ব্যবস্থাপক শাহ মো. জুবায়েরকে ১২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি আদালত।  

আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক মো. বদরুল আলম ভূঁইয়া আসামির অনুপস্থিতিতে এ দণ্ডাদেশ দেন।

বিচারক তাকে ১১ কোটি ৫০ লাখ টাকা জরিমানা করেন, যা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হবে।

আদালত থেকে জামিন পেয়ে আত্মগোপনে চলে যাওয়ায় বিচারক তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেন।

তিনি বলেন, 'গ্রেপ্তার বা আত্মসমর্পণের দিন থেকে আসামির শাস্তি কার্যকর হবে।'

মামলার বাদিসহ রাষ্ট্রপক্ষের ১০ জন সাক্ষীকে জেরা শেষে আদালত এ রায় দেন।

মামলার এজাহারে বলা হয়, জুবায়ের টেলিটক বাংলাদেশ লিমিটেডে চাকরিরত অবস্থায় অবৈধ উপায়ে ৫ কোটি ৭৪ লাখ ৭০ হাজার ৬৮৭ টাকা আত্মসাৎ করেন এবং ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত এ অর্থ পাচার করেন।

২০১৭ সালের ৩ অক্টোবর দুদকের উপ-পরিচালক মো. নাসির উদ্দিন জুবায়েরের বিরুদ্ধে মামলা করেন।

তদন্ত শেষে ২০১৮ সালের ১৮ জুন দুদকের সহকারী পরিচালক মুজিবুর রহমান জুবায়েরের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

আদালত ২০১৯ সালের ১৩ জুন অভিযুক্তর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

Comments