অপরাধ ও বিচার

ভারতে ২ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৮ নারী

ভারতে ২ বছর কারাভোগের পর ৮ বাংলাদেশি নারীকে ফেরত পাঠানো হয়েছে।
বেনাপোল বন্দর
বেনাপোল স্থলবন্দর। ছবি: স্টার ফাইল ফটো

ভারতে ২ বছর কারাভোগের পর ৮ বাংলাদেশি নারীকে ফেরত পাঠানো হয়েছে।

গতকাল বুধবার রাতে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতীয় পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'সব আনুষ্ঠানিকতা শেষে ফেরত আসা নারীদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে।'

জাস্টিস অ্যান্ড কেয়ার বেনাপোল শাখার ফিল্ড অফিসার রোকেয়া খাতুন ডেইলি স্টারকে বলেন, 'বেনাপোল বন্দর থানার আনুষ্ঠানিকতা শেষে তাদের যশোর শেল্টার হোমে রাখা হয়েছে। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।'

'কেউ যদি পাচারকারীদের শনাক্ত করে আইনি সহায়তা চান আমরা তাদের সহযোগিতা করবো,' যোগ করেন তিনি।

ফেরত আসাদের একজন ডেইলি স্টারকে বলেন, 'ভালো কাজের আশায় দালালদের মাধ্যমে ভারতে যাই। সেখানে বাসা-বাড়িতে কাজ করার সময় দিল্লি পুলিশ আটক করে। পরে আদালত ২ বছরের সাজা দেন।'

তিনি আরও বলেন, 'সাজার মেয়াদ শেষে এনজিও সংস্থা হায়দ্রাবাদ প্রাজাওয়ালা শেল্টার হোমে পাঠানো হয়। সেখানে অনেক বাংলাদেশি নারী দেশে ফেরার অপেক্ষায় আছেন।'

Comments