সাভারে সুতা কারখানা দখল নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩

সাভারে একটি সুতা কারখানা দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ জন গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে।
সাভার
ছবি: স্টার ডিজিটাল গ্রাফিক্স

সাভারে একটি সুতা কারখানা দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ জন গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে।

আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কুমকুমারি এলাকায় সিনটেক্স লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। 

বিরুলিয়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার তাইজুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'কারখানাটির মালিক বিদেশে থাকেন। এটি পরিচালনার দায়িত্ব তিনি তার বন্ধু অবসরপ্রাপ্ত কর্নেল আনিসকে দিয়েছিলেন। কিছুদিন আগে দুর্নীতির অভিযোগে কারখানার দায়িত্ব থেকে আনিস সাহেবকে সরিয়ে দেন মালিক।'

'আজ বিকেলে আনিস সাহেব ১০-১২ জন বহিরাগতকে নিয়ে কারখানায় প্রবেশ করে ৩ জনকে গুলি করেন। গুলিবিদ্ধ রিপনকে গুরুতর অবস্থায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বাকি ২ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে,' বলেন তিনি।

বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ দিদার হোসেন ডেইলি স্টারকে বলেন, 'সিনটেক্স কারখানায় ২ পক্ষের মধ্যে সমস্যা হয়েছে। আমি ঘটনাস্থলে আছি। বিষয়টি তদন্ত করছি। একজন গুলিবিদ্ধ অবস্থায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।'

জানতে চাইলে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'সুতা কারখানাটির দুই এমডির মধ্যে বিরোধের জেরে গোলাগুলি হয়েছে, ঘটনাস্থলে পুলিশ অবস্থান নিয়েছে। তদন্ত চলছে।'

Comments