চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব তুহিন গ্রেপ্তার
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাত ১০টার দিকে নগরের ইস্পাহানি মোড় থেকে তাকে গ্রেপ্তার করে খুলশী থানা পুলিশ।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা রাত ১টার দিকে তুহিনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'তুহিনের বিরুদ্ধে ২টি ওয়ারেন্ট আছে। এজন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে।'
Comments