সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমানের বিরুদ্ধে এবার রাজশাহীতে মামলা
রাষ্ট্র ও সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমানের বিরুদ্ধে রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
গতকাল বুধবার আওয়ামী লীগের রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক ডাবলু সরকার মামলাটি করেন।
তার আইনজীবী মোসাব্বিরুল হক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ট্রাইব্যুনালের বিচারক মামলাটি আমলে নিয়েছেন এবং পুলিশকে তদন্ত করতে বলেছেন।
মামলায় ডাবলু সরকার অভিযোগ করেছেন, অনলাইন পোর্টাল নেত্র নিউজকে সাক্ষাৎকার দিতে গিয়ে হাসিনুর রহমান রাষ্ট্র ও সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন।
মামলার এজাহারে বলা হয়, গত ২৫ আগস্ট বাদী তার মোবাইল ফোনে 'খাগড়াছড়ি দর্পণ' নামের একটি অনলাইন পোর্টালে রাষ্ট্রবিরোধী ও সরকারবিরোধী অপপ্রচার চালাতে দেখেন। পরে তিনি জানতে পারেন, ওই ব্যক্তি সাবেক সেনা সদস্য।
আসামি বিদেশে পলাতক কয়েকজনের সহায়তায় প্রধানমন্ত্রীসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি ও স্বনামধন্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যাচার করেছেন বলে মামলায় অভিযোগ করেছেন ডাবলু সরকার।
Comments