রিজেন্ট টেক্সটাইলের চেয়ারম্যানসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

চট্টগ্রামে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে নিহত ২
স্টার অনলাইন গ্রাফিক্স

রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের চেয়ারম্যান ও ৪ পরিচালকের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন চট্টগ্রামের একটি আদালত।

গতকাল রোববার চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মোজাহিদুর রহমান এই আদেশ দেন।

তাদের বিরুদ্ধে ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড মামলা দায়ের করেছিল।

ওই পাঁচজন হলেন- রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের চেয়ারম্যান ইয়াকুব আলী, পরিচালক সালমান হাবিব, ইয়াসিন আলী, মাশরুর হাবিব ও তানভীর হাবিব।

আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম বলেন, বিচারক এ বিষয়ে পুলিশের বিশেষ শাখা এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে (ডিআইপি) আদেশপত্র পাঠানোর নির্দেশ দিয়েছেন।

এর আগে আবেদনে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড উল্লেখ করে, তাদের কাছে তথ্য রয়েছে যে আসামিরা গোপনে দেশ ছাড়ার চেষ্টা করছে। তারা দেশ ছেড়ে চলে গেলে মামলার তদন্ত ব্যাহত হবে।

গত 8 আগস্ট, চট্টগ্রামের একটি আদালত চেক জালিয়াতির মামলায় রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

রিজেন্ট টেক্সটাইল চট্টগ্রামভিত্তিক হাবিব গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান।

২০২১ সালের অক্টোবরে, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের আইনি কর্মকর্তা হেমায়েতুল ইসলাম চৌধুরী চট্টগ্রামের ডবলমুরিং থানায় ১ কোটি ৮০ লাখ টাকার চেক জালিয়াতির অভিযোগে তাদের বিরুদ্ধে তিনটি মামলা করেন।

Comments

The Daily Star  | English

Seven killed in Mymensingh road crash

At least seven people were killed and several others injured in a head-on collision between a bus and a human haulier in Mymensingh’s Phulpur upazila last night

1d ago