গাড়ি ভাঙচুর-পুলিশ ওপর হামলা: বিএনপির ৫১ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন

ঢাকার দৈনিক বাংলা ক্রসিংয়ে ২০১৭ সালের অক্টোবরে গাড়ি ভাঙচুর, পুলিশ সদস্যদের ওপর হামলা ও দায়িত্ব পালন বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় আমানুল্লাহ আমানসহ বিএনপির ৫১ জন নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে ঢাকার একটি আদালত।

আসামিদের মধ্যে বিএনপি নেতা খায়রুল কবির খোকন ও হাবিব-উন-নবী খান সোহেলও আছেন। আসামিরা সবাই বর্তমানে জামিনে আছেন।

অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন অভিযোগ পড়ে শোনানোর সময় আসামিরা নিজেদের নির্দোষ উল্লেখ করে ন্যায় বিচার দাবি করেন।

এর আগে, ম্যাজিস্ট্রেট মামলার অভিযোগ থেকে অব্যাহতি পেতে আসামিদের করা আবেদন খারিজ করে দেন।

মামলার বিচার শুরুর জন্য ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি দিন ধার্য করেন ম্যাজিস্ট্রেট।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৭ সালের ১০ অক্টোবর সকাল ৯টা ৫মিনিটের দিকে দৈনিক বাংলার ক্রসিংয়ের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে আমানের নেতৃত্বে একদল বিএনপি নেতা-কর্মী মিছিল বের করে। এসময় তারা যানবাহন ভাঙচুর, পুলিশ সদস্যদের ওপর হামলা এবং তাদেরকে দায়িত্ব পালনে বাধা দেয়।

ওই ঘটনার পর মতিঝিল থানার এসআই শহীদুল ইসলাম আমান, খোকন, সোহেলসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

তবে একই থানার এসআই শফিকুল ইসলাম আকন্দ এবং মামলার তদন্ত কর্মকর্তা ৫১ জনের বিরুদ্ধে জড়িত থাকার প্রমাণ পেয়েছেন। যার মধ্যে এফআইআরয়ে ১৩ জনের নাম রয়েছে।

Comments

The Daily Star  | English

JCD announces 27-member panel for Ducsu election

One post left vacant in honour of injured student

42m ago