চাঁদপুরে ডাকাতি মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার

চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে ডাকাতি মামলায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ। 
চাঁদপুরে ডাকাতি মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার
গ্রেপ্তার সালাউদ্দিন সরদার (৪০) হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ছবি: সংগৃহীত

চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে ডাকাতি মামলায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ। 

গ্রেপ্তার সালাউদ্দিন সরদার (৪০) হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি নীলকমল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

আজ শনিবার দুপুরে তাকে এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি উপ-পরিদর্শক বাবুল বালা ডেইলি স্টারকে বলেন, '২০২১ সালের ২ জুলাই মতলব উত্তর থানা এলাকায় নদীতে একটি ডাকাতির ঘটনা ঘটে। ওই ঘটনায় ট্রলার মালিক সাদ্দাম হোসেন মামলা করেন। ওই মামলার অন্যতম আসামী সোহাগ বেপারী ১৬৪ ধারায় স্বীকারোক্তি দিয়েছেন। তার স্বীকারোক্তি অনুযায়ী ১০ জন আসামির মধ্যে চতুর্থ আসামি হিসেবে সালাহউদ্দিনকে যুক্ত করা হয়।'

মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচাজ মনির হোসেন বলেন, 'আমরা তাকে আদালতে পাঠানোর আগে বিষয়টি ভালো করে তদন্ত করে দেখছি, একই নামে এরকম অন্য কোনো লোক আছে কিনা।'

 

 

Comments