জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলার রায় বুধবার

kunio-hoshi
জাপানি নাগরিক কুনিও হোশি। ছবি: সংগৃহীত

২০১৫ সালে জাপানি নাগরিক কুনিও হোশিকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় বুধবার রায় ঘোষণা করবে হাইকোর্ট।

আজ সোমবার বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ ২১ সেপ্টেম্বর বুধবার রায় ঘোষণার দিন ধার্য করেন।

আইনজীবী আহসান উল্লাহ আসামি পক্ষে এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মো. মোরশেদ রাষ্ট্রপক্ষে শুনানি করেন।

২০১৫ সালের ৩ অক্টোবর কুনিও হোশি রংপুরের কাউনিয়া উপজেলার আলুতারি গ্রাম থেকে রিকশায় করে তার খামারে যাওয়ার সময় মোটরসাইকেল আরোহী ৩ মুখোশধারী আততায়ী তাকে বেশ কয়েকবার গুলি করেন।

এতে ঘটনাস্থলেই মারা যান ৬৬ বছর বয়সী কুনিও হোশি।

২০১৭ সালের ২৮ ফেব্রুয়ারি রংপুরের একটি আদালত কুনিও হোশিকে হত্যার দায়ে ৫ জেএমবি জঙ্গিকে মৃত্যুদণ্ড দেয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) রংপুর অঞ্চলের সামরিক কমান্ডার মাসুদ রানা মামুন, ইসহাক আলী, লিটন মিয়া রফিক, সাখাওয়াত হোসেন ও আহসানুল্লাহ আনসারী বিপ্লব।

আনসারী ছাড়া বাকি সবাই হেফাজতে আছেন।

 

 

Comments

The Daily Star  | English
NID cards of Sheikh Hasina and family locked

NIDs of Hasina, 9 family members 'locked'

The NIDs of the 10 listed individuals were locked through an official letter on April 16

31m ago