বেনাপোলে ১ লাখ ৭০ হাজার ডলারসহ ভারতফেরত ২ যাত্রী গ্রেপ্তার

বেনাপোল কাস্টমস চেকপোস্ট এলাকা থেকে ১ লাখ ৭০ হাজার মার্কিন ডলারসহ ২ ভারতফেরত যাত্রীকে গ্রেপ্তার করেছেন শুল্ক গোয়েন্দারা। 
ছবি: সংগৃহীত

বেনাপোল কাস্টমস চেকপোস্ট এলাকা থেকে ১ লাখ ৭০ হাজার মার্কিন ডলারসহ ২ ভারতফেরত যাত্রীকে গ্রেপ্তার করেছেন শুল্ক গোয়েন্দারা। 

আজ শুক্রবার সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট কাস্টমসের তল্লাশিকেন্দ্র থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

ওই ২ জন হলেন মুন্সিগঞ্জের কমলঘাট এলাকার শাহ আলমের ছেলে সাগর হোসেন (৪০) এবং একই জেলার পাঁচগাও গ্রামের জসিম ঢালী (৩৫)।

বেনাপোল কাস্টম শুল্ক গোয়েন্দা দপ্তরের সহকারী পরিচালক মনিরুজ্জামান চৌধুরী ও শুল্ক গোয়েন্দারা জানান, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ভারতফেরত ২ যাত্রী বিপুল পরিমাণ মার্কিন ডলার নিয়ে টার্মিনাল এলাকায় অবস্থান করছেন বলে জানতে পারেন তারা। এরপর জসিম ও সাগরকে কাস্টমস তল্লাশিকেন্দ্রে নিয়ে তাদের ব্যাগেজ তল্লাশি করা হয়। সেখান থেকে ১ লাখ ৭০ হাজার মার্কিন ডলার জব্দ করা হয়, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা।

মনিরুজ্জামান চৌধুরী আরও জানান, ২ জনকে জিজ্ঞাসাবাদ শেষে আজ রাত ৯টায় বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।

Comments

The Daily Star  | English
Yunus-led interim govt takes charge

2 months of interim govt: Hopes still persist

The interim government had taken oath two months ago with overwhelming public support and amid almost equally unrealistic expectations.

5h ago