বেনাপোল

ভারতফেরত যাত্রীর জুতায় ৩০ হাজার ডলার

বেনাপোলের আমড়াখালি এলাকায় ঢাকা-কলকাতাগামী শ্যামলী পরিবহনে অভিযান চালিয়ে ৩০ হাজার মার্কিন ডলারসহ এক বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।
বেনাপোলে ৩০ হাজার ডলারসহ আটক তোফাজ্জল হোসেন। ছবি: সংগৃহীত

বেনাপোলের আমড়াখালি এলাকায় ঢাকা-কলকাতাগামী শ্যামলী পরিবহনে অভিযান চালিয়ে ৩০ হাজার মার্কিন ডলারসহ এক বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।

আটক তোফাজ্জল হোসেন মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা।

আজ সোমবার যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কলকাতা থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসে রোববার রাতে অভিযান চালিয়ে তোফাজ্জলকে আটক করা হয়।

লে. কর্নেল আহমেদ হাসান জামিল বলেন, 'শ্যামলী পরিবহনে বিপুল পরিমাণ মার্কিন ডলার পাচার হয়ে ঢাকায় যাচ্ছে, এমন গোপন খবর পেয়ে বিজিবি বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করে। তাকে তল্লাশি করে পায়ের জুতায় লুকানো ৩০ হাজার মার্কিন ডলার উদ্ধার করা হয়।'

তোফাজ্জল কলকাতা থেকে অবৈধভাবে ওই ডলার বহন করে আনছিলেন বলে বিজিবির কাছে স্বীকারোক্তি দিয়েছেন করেন।।

ওই ডলার জব্দ করে আটককৃতকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলাও হয়েছে।

Comments