২ ছেলের বিরুদ্ধে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

পুলিশের হাতে আটক নিহত আরশেদ আলীর ছোট ছেলে খোরশেদ আলী স্যান্ডো গেঞ্জি পরিহিত) ও নাতি মোহাম্মদ আহাদ। ছবি: সংগৃহীত।

পারিবারিক কলহ ও জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মানিকগঞ্জ সদর উপজেলায় আরশেদ আলী (৭৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তার ২ ছেলের বিরুদ্ধে।

আজ রোববার সকালে উপজেলার চর উকিয়ারা গ্রামে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ছোট ছেলেসহ মোট ৪ জনকে আটক করেছে। ঘটনার পর থেকে বড় ছেলে পলাতক আছেন।

স্থানীয় বাসিন্দা ও প্রতিবেশীদের কাছ থেকে জানা যায়, নিহত আরশেদ আলী ১৫/২০ দিন আগে তার বাড়ি সংলগ্ন চর উকিয়ারা জামে মসজিদের নামে ১০ শতাংশ জমি মৌখিকভাবে দান করেন। এ নিয়ে ছেলেদের সঙ্গে তার কলহ হয়।

এর জের ধরে আজ সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে নিহতের বড় ছেলে মো. খবির হোসেন (৪০) ও তার স্ত্রী সাহেরা (৩০), ছোট ছেলে মো. খোরশেদ আলী (৩৫) ও তার স্ত্রী রুমা (২৫) এবং নাতি মোহাম্মদ আহাদ (২৫) আরশেদ আলীকে লোহার হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পেটান।

এ ব্যাপরে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার জানান, খবর পেয়ে বেলা ১১টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, 'জিজ্ঞাসাবাদের জন্য এক ছেলেসহ কয়েকজনকে আমাদের হেফাজতে আনা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।'

Comments

The Daily Star  | English
earthquake in Bangladesh

Hundreds feared dead after 6.0 magnitude earthquake strikes Afghanistan

The quake hit the Jalalabad area around midnight local time.

2h ago