সিরাজগঞ্জে ২ শিশু সন্তানসহ নারীর মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় এক গৃহবধূ ও তার ২ সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সিরাজগঞ্জ
স্টার অনলাইন গ্রাফিক্স

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় এক গৃহবধূ ও তার ২ সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার সন্ধ্যায় উপজেলার মৌপুর গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃত ৩ জন হলেন মৌপুর গ্রামের সুলতান হোসেনের স্ত্রী রওশনারা বেগম (৪৫) এবং তার ২ ছেলে জিহাদ হোসেন (১০) ও মাহিন (৩)।

বেলকুচি সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সিদ্দিক জানান, কয়েকদিন ধরে রওশনারা বেগমদের ঘর বন্ধ থাকায় স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। এ সময় বাড়িতে আর কেউ ছিল না।

`গত কয়েকদিন আগেই তাদের মৃত্যু হয়েছে। তবে মরদেহে পচন ধরায় এখনই মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। সিআইডিকে খবর দেওয়া হয়েছে। সিআইডি এ ঘটনার তদন্ত করবে', বলেন সহকারী পুলিশ সুপার।  

Comments

The Daily Star  | English
Chief Adviser Muhammad Yunus

Chief Adviser Yunus's UNGA trip a critical turning point

Now is the best chance for Bangladesh to strengthen international cooperation.

2h ago