চট্টগ্রামে লাজ ফার্মায় অনিবন্ধিত ওষুধ-ভেজাল প্রসাধনী, ১ লাখ টাকা জরিমানা

অনিবন্ধিত বিদেশি ওষুধ, অননুমোদিত বিদেশি চকলেট ও মানহীন প্রসাধনী সামগ্রী রাখার দায়ে চট্টগ্রামে লাজ ফার্মাকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসন, ওষুধ প্রশাসন অধিদপ্তর ও বিএসটিআই যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। ছবি: সংগৃহীত

অনিবন্ধিত বিদেশি ওষুধ, অননুমোদিত বিদেশি চকলেট ও মানহীন প্রসাধনী সামগ্রী রাখার দায়ে চট্টগ্রামে লাজ ফার্মাকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার জিইসি মোড়ের লাজ ফার্মায় জেলা প্রশাসন, ওষুধ প্রশাসন অধিদপ্তর ও বিএসটিআইয়ের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। 

এ সময় প্রতিষ্ঠানটি থেকে বিপুল পরিমাণ অনিবন্ধিত বিদেশি ওষুধ, বিদেশি চকলেট ও বিদেশি প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, কোনো রেজিস্টার্ড ফার্মাসিস্টের উপস্থিতি ছাড়াই ওষুধ বিক্রি করছিল লাজ ফার্মা। এ সময় প্রতিষ্ঠানটিকে বিএসটিআই আইন ২০১৮ এবং ওষুধ আইন ১৯৪০ অনুযায়ী ৫০ হাজার করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।

Comments