ব্রাহ্মণবাড়িয়ায় ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে সৌদিপ্রবাসী বাবা নিহত হয়েছেন।
আজ রোববার সকাল ৬টার দিকে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মকবুল হোসেন (৫০) দেওড়া গ্রামের বাসিন্দা।
৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও নিহতের চাচাত ভাই আপন মিয়া বলেন, 'আমার ভাতিজার হাতেই তার বাবা নিহত হয়েছে। সে কাল ঢাকা থেকে ফিরে এ ঘটনা ঘটিয়েছে।'
নিহতের স্ত্রী জিয়াছমিন বেগম বলেন, 'আমার ছেলে বউয়ের কথা শুইনা আমার জামাইরে মাইরা ফেলছে।'
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।'
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, 'মকবুল হোসেন ২৫ বছর সৌদি আরবে থাকার পর ২ মাস আগে বাড়িতে ফেরেন। তার ২ ছেলে ও ৩ মেয়ে আছেন। তার বড় ছেলে মনিরের রাজধানীতে একটি ব্যাগ তৈরির কারখানায় কাজ করেন। বিয়ের পর থেকে বড় ছেলের স্ত্রী'র সঙ্গে মায়ের বনিবনা হচ্ছিল না।'
তিনি আরও বলেন, 'মনিরের ছোট ভাইতে সৌদি আরবে নিয়ে যাওয়ার পর থেকে বাবার সঙ্গে তার বিরোধ আরও বেড়ে যায়। গতকাল সকালে মনিরের স্ত্রীর সঙ্গে তার বাবা-মায়ের বাগবিতণ্ডা হয়। এ খবর জানতে পেরে গতকাল রাতে ঢাকা থেকে বাড়িতে ফেরে মনির। এরপর আজ ভোরে তার বাবাকে ছুরিকাঘাত করে। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। ওেই ঘটনার পর থেকে মনির ও তার স্ত্রী বাড়ি ছেড়ে পালিয়েছেন।'
'এখনো থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। তবে, মনির ও তার স্ত্রীকে আটক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ,' বলেন তিনি।
Comments