সাইদার হত্যা মামলা: আ. লীগ নেতা আলাউদ্দিনসহ ১৭ আসামি কারাগারে

আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান হত্যা মামলায় পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও হেমায়েতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন মালিথাসহ ১৭ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আলাউদ্দিন মালিথা
পাবনায় সাইদার রহমান হত্যামামলায় আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন মালিথাকে কারাগারে পাঠায় আদালত। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ নেতা সাইদার রহমান হত্যামামলায় পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও হেমায়েতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন মালিথাসহ ১৭ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার পাবনা জেলা জজ আদালতে হাজির হয়ে আসামিরা জামিন আবেদন করলে তাদের আবেদন নাকচ করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন আদালত।

গ্রেপ্তারকৃতরা সবাই আলাউদ্দিন মালিথার সহযোগী। আলাউদ্দিন মালিথা পাবনা পৌর আওয়ামী লীগ নেতা সাইদার রহমান হত্যা মামলার প্রধান আসামি।

পাবনা আদালতের সরকারি কৌশলী আব্দুস সামাদ রতন দ্য ডেইলি স্টারকে বলেন, আদালতে আত্মসমর্পণকারীরা সবাই উচ্চ আদালত থেকে তিন সপ্তাহের সময় নিয়ে এসে পাবনা জেলা জজ আদালতে সোমবার হাজির হন।  

আসামিরা সবাই পাবনা জেলা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। জামিন শুনানি শেষে ভারপ্রাপ্ত জেলা জজ ইশরাত জাহান মুন্নি তাদের জামিন আবেদন নাকচ করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

গত ৯ সেপ্টেম্বর পাবনা সদর উপজেলার চর বাঙ্গাবারিয়া এলাকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ওপর হামলায় নিহত হন সাইদার রহমান।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদি হয়ে পাবনা সদর থানায় আওয়ামী লীগ নেতা ও হেমায়েতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন মালিথাকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, এ ঘটনার পর থেকে আসামিদের গ্রেপ্তারে মাঠে নামে পুলিশ। এ ঘটনায় ইতোমধ্যে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা স্বীকারক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। 

ঘটনার পর থেকে গা ঢাকা দেন মামলার প্রধান অভিযুক্ত আলাউদ্দিন মালিথা। এ ঘটনায় এ পর্যন্ত ২৩ জন আসামি কারাগারে রয়েছে বলে জানান ওসি।

Comments