হত্যা মামলার ২৯ বছর পর রায়, ৬ জনের যাবজ্জীবন

হত্যামামলার ২৯ বছর পর চট্টগ্রামের আদালত আজ এক রায়ে ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।
স্টার অনলাইন গ্রাফিক্স

হত্যা মামলার ২৯ বছর পর চট্টগ্রামের আদালত আজ এক রায়ে ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ১৯৯৩ সালে এক ব্যক্তিতে পিটিয়ে হত্যার ঘটনায় আসামি নজরুল ইসলাম, মো. আলী প্রকাশ লাল মোহাম্মদ, কবির আহম্মদ, দিল মোহাম্মদ, হারুনুর রশীদ এবং দুলা মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

রোববার চট্টগ্রামের ৬ষ্ঠ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাইফুর রহমান মজুমদার এই রায় দেন।

আদালতে রাষ্ট্রপক্ষের কৌসুলী ইফতেখার সাইমুল চৌধুরী বলেন সাক্ষ্যপ্রমাণে আদালতে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় এই রায় দেওয়া হয়।

মামলার এজাহার অনুসারে ১৯৯৩ সালের ২২ অক্টোবর বাঁশখালী গন্ডামারার পূর্ব বড়ঘোনায় হাছান আহাম্মদকে পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ১২ জনকে আসামি করে হত্যামামলা করেন। পরে পুলিশ এই ঘটনায় আসামিদের বিরুদ্ধে চার্জশিট দেন আদালতে।

Comments