হাজীগঞ্জে পুলিশের ওপর যুবদলের হামলা: গ্রেপ্তার ২২

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে যুবদলের মিছিল থেকে পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা হয়েছে।
স্টার অনলাইন গ্রাফিক্স

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে যুবদলের মিছিল থেকে পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা হয়েছে।

রোববার বিকেলে হাজীগঞ্জ থানার এসআই আব্দুল আজিজ বাদী হয়ে ১৮৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও সাড়ে ৩০০ জনকে আসামি করে এ মামলা করেন।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুবাইর সৈয়দ দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি মমিনুল হককে মামলার এক নম্বর আসামি করা হয়েছে বলে জানান তিনি।

ওসি জানান, হামলার ঘটনায় এ পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার বিকেলে হাজীগঞ্জ বাজারে ওই হামলার ঘটনা ঘটে। এতে ওসি মোহাম্মদ জুবাইর সৈয়দ, পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম, এসআই মোস্তাক আহমেদ, এএসআই মাসুদ মুন্সি ও কনেস্টবল আল আমিন আহত হন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় এলাকা থেকে যুবদলের একটি মিছিল হাজীগঞ্জ বাজারের দিকে যাচ্ছিল। এ সময় মিছিল থেকে সড়কে নিরাপত্তা রক্ষার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও ফাঁকা গুলি ছুঁড়ে।

 

Comments