আপাতত হাতিরঝিলের বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদ নয়: আপিল বিভাগ

হাতিরঝিল-বেগুনবাড়ি প্রকল্পের মধ্যে সব ধরনের বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদ ও ৪ দফা নির্দেশনাসহ যে রায় দিয়েছিলেন হাইকোর্ট তার ওপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
হাইকোর্ট
ফাইল ছবি

হাতিরঝিল-বেগুনবাড়ি প্রকল্পের মধ্যে সব ধরনের বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদ ও ৪ দফা নির্দেশনাসহ যে রায় দিয়েছিলেন হাইকোর্ট তার ওপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) করা এ সংক্রান্ত লিভ টু আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই স্থিতাবস্থা বজায় থাকবে। ফলে আপাতত হাতিরঝিলের বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদ হচ্ছে না।

আজ সোমবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের ৫ সদস্যের বেঞ্চ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের দায়ের করা লিভ টু আপিল আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন- বিচারপতি মো. নুরুজ্জামান; বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি বোরহানউদ্দিন ও বিচারপতি এম এনায়েতুর রহিম।

সুপ্রিম কোর্টের এই আদেশের পর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাতিরঝিল প্রকল্প থেকে কোনো স্থাপনা উচ্ছেদ করা যাবে না বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন রাজউকের আইনজীবী ইমাম হাসান ও রিট আবেদনকারীর আইনজীবী মনজিল মোরসেদ।

২০১৮ সালের ৯ সেপ্টেম্বর হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী রিপন বড়াইয়ের দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ৩০ জুন হাইকোর্ট এ বিষয়ে রায় দেন।

চলতি বছরের ২৪ মে হাইকোর্ট হাতিরঝিল-বেগুনবাড়ি প্রকল্পকে 'পাবলিক ট্রাস্ট প্রপার্টি' হিসেবে ঘোষণা করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন।

এতে হাতিরঝিলের পানি ও এর নান্দনিক সৌন্দর্য রক্ষায় কয়েক দফা নির্দেশনা ও ৯ দফা পরামর্শ দেন হাইকোর্ট।

 

Comments

The Daily Star  | English
interim government struggles with decision-making

Interim govt struggling on many fronts

The government on around a dozen occasions has backtracked on its decisions during its two months in office, casting doubts about its resolve.

13h ago