হাতিরঝিলে বৈদ্যুতিক টাওয়ারে নারী, নামলেন ৪ ঘণ্টা পর

হাতিরঝিলে বৈদ্যুতিক টাওয়ারে এক নারী উঠে পড়েন। ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীর হাতিরঝিলে একটি বৈদ্যুতিক টাওয়ারের ওপরে উঠে পড়েন এক নারী। আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে হাতিরঝিল সাঁতরে পার হয়ে হঠাৎ করেই তিনি টাওয়ারে উঠে পড়েন।

প্রায় ৪ ঘণ্টা পর বিকেল সাড়ে ৫টার দিকে তিনি নিজেই উঁচু টাওয়ার থেকে নেমে আসেন।

এর মধ্যে অবশ্য ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে নামানোর চেষ্টা করলেও তিনি নামেননি।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক তানহারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

ফায়ার সার্ভিস বলছে, টাওয়ারে ওঠা নারী খুকুমনির (৫০) বাড়ি মুন্সীগঞ্জের কালিরচর।

তানহারুল ইসলাম বলেন, 'আমরা বিকেল ৪টা ৫ মিনিটে প্রথমে খবর পাই। ৯৯৯ নম্বরে ফোন পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশনের একটি দল, বিদ্যুৎ বিভাগের লোকজন ও পুলিশ হাতিরঝিল যায়।'

খুকুমনি বর্তমানে হাতিরঝিল থানা পুলিশের হেফাজতে আছেন।

জানতে চাইলে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'দুপুরে তিনি হাতিরঝিলে আসেন। তিনি সেখানে গোসল করেন। হঠাৎ দেড়টার দিকে তিনি সাঁতরে হাতিরঝিলের মাঝখানে অবস্থিত একটি বৈদ্যুতিক টাওয়ারের কাছে চলে যান।'

'ধীরে ধীরে প্রায় ১০০-১৫০ ফুট উঁচু বৈদ্যুতিক টাওয়ারের সর্বোচ্চ উচ্চতায় উঠে যান তিনি,' যোগ করেন ওসি।

বৈদ্যুতিক টাওয়ারের ওপরে তাকে দেখে হাতিরঝিলের মগবাজার-তেজগাঁও এলাকায় ভিড় জমান অসংখ্য মানুষ।

তিনি টাওয়ার থেকে নেমে আসার পর একটি ট্রলারে করে তাকে পাড়ে নিয়ে আসা হয়।

ওসি বলেন, 'খুকুমনি মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে। তার ৩ মেয়ে ও ২ ছেলে আছে বলে জানতে পেরেছি। ঈদুল আজহার পর মুন্সীগঞ্জ থেকে ঢাকায় এসে তিনি ভবঘুরে জীবনযাপন করতেন।'

Comments

The Daily Star  | English

Soybean oil price hike temporary: commerce adviser

Improved supply and increased competition will help bring down prices soon, he says

56m ago