বনজ কুমারের মামলায় রিমান্ড শেষে কারাগারে বাবুল আক্তার

ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদারের দায়ের করা মামলায় একদিনের রিমান্ড শেষে সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে কারাগারে পাঠানো হয়েছে।
বাবুল আক্তার। ছবি: চৈতন্য চন্দ্র হালদার/স্টার

ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদারের দায়ের করা মামলায় একদিনের রিমান্ড শেষে সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে কারাগারে পাঠানো হয়েছে।

আজ শনিবার সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা মো. শরীফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত বৃহস্পতিবার ধানমন্ডি থানার পরিদর্শক (অপারেশন) ও মামলাটির তদন্তকারী কর্মকর্তা রবিউল ইসলাম বাবুল আক্তারকে গ্রেপ্তার দেখানো এবং ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত বাবুল আক্তারকে গ্রেপ্তার ও তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

Comments