চনপাড়ার ‘মাদক ব্যবসা নিয়ন্ত্রক’ ইউপি সদস্য বজলুর গ্রেপ্তার

বজলুর রহমান। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ও আওয়ামী লীগ নেতা বজলুর রহমানকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

আজ শুক্রবার বিকেলে চনপাড়ার পাশে পূর্বগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিকেল সাড়ে ৪টার দিকে র‍্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তার বজলুর রহমান রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য এবং কায়েতপাড়া ইউপির প্যানেল চেয়ারম্যান। তার বিরুদ্ধে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে 'মাদক ব্যবসা' নিয়ন্ত্রণের অভিযোগ আছে।

গত সেপ্টেম্বরে চনপাড়ায় এক মাদকবিরোধী অভিযানে ব়্যাবের ওপর হামলার ঘটনায় করা একটি মামলার প্রধান আসামি ছিলেন বজলুর রহমান।

ওই মামলাতেই তাকে গ্রেপ্তার দেখানো হবে বলে জানান র‍্যাব কর্মকর্তা আব্দুল্লাহ আল মোমেন।

তিনি বলেন, 'এ মামলা ছাড়াও তার বিরুদ্ধে একাধিক হত্যা ও মাদক সংশ্লিষ্টতার অভিযোগে মামলা আছে।'

স্থানীয়রা জানান, সারাদেশে আলোচিত 'চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে' শতাধিক মাদক চোরাকারবারি আছেন। তাদের নিয়ন্ত্রণ করেন বজলুর রহমান। 

গত ১০ নভেম্বর র‍্যাবের সঙ্গে কথিত 'বন্দুকযুদ্ধে' গুলিবিদ্ধ হয়ে নিহত মাদক ব্যবসায়ী রাশেদুল ইসলাম শাহীন ওরফে সিটি শাহীন বজলুর অন্যতম সহযোগী ছিলেন।

 

Comments

The Daily Star  | English

Chhatra Dal rally begins at Shahbagh

BNP’s Acting Chairman Tarique Rahman joined the rally virtually as the chief guest

3h ago