নারায়ণগঞ্জে কৃষি কর্মকর্তার গাড়ি থেকে ৫ হাজার পিস ইয়াবা জব্দ: পুলিশ

বিএনপির বিরুদ্ধে পুলিশের মামলা
স্টার অনলাইন গ্রাফিক্স

নারায়ণগঞ্জে এক কৃষি কর্মকর্তাকে বহনকারী গাড়ি থেকে ৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এসময় ওই কৃষি কর্মকর্তা, তার স্বামী ও গাড়ির চালককে আটক করা হয়েছে।

জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আবির হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের দক্ষিণপাড়া মার্কাজ মসজিদ এলাকা থেকে তাদের আটক করা হয়। প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। এসময় ওই কৃষি কর্মকর্তা, তার স্বামী মোতাহার হোসেন (৪৫) ও প্রাইভেটকার চালককে আটক করা হয়েছে।'

তিনি আরও বলেন, 'আটক ৩ জনের ব্যাপারে গোয়েন্দা তথ্য ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ তাদের গাড়ি থামিয়ে তল্লাশি চালিয়ে ৫ হাজার পিস ইয়াবা জব্দ করে। আটক কৃষি কর্মকর্তার স্বামীকে আগেরও মাদক মামলায় গ্রেপ্তার করা হয়েছিল।'

এ ঘটনায় মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

কৃষি কর্মকর্তা দ্য ডেইলি স্টারের কাছে দাবি করেন, তার স্বামী মাদক কারবারির সঙ্গে জড়িত। এ কারণে ১ বছর ধরে তাদের যোগাযোগ ছিল না। কিন্তু, সম্প্রতি তিনি সব ছেড়ে দিয়েছেন বলে জানার পরে পারিবারিক সমঝোতার মাধ্যমে আবারও যোগাযোগ শুরু হয়।

ওই কৃষি কর্মকর্তা বলেন, 'শুক্রবার আমি একটি অনুষ্ঠান থেকে ফেরার সময় আমার স্বামী তাকে যাত্রাবাড়ী থেকে তাকে তুলে নেওয়ার জন্য বলে। তাকে নিয়ে বাড়ি ফেরার পথে পুলিশ ইয়াবাসহ আমার স্বামীকে আটক করে। যেহেতু আমি ওই গাড়িতে ছিলাম তাই আমাকেও আটক করা হয়েছে।'

Comments

The Daily Star  | English
Unhealthy election controversy must be resolved

Unhealthy election controversy must be resolved

Just as the fundamental reforms are necessary for the country, so is an elected government.

10h ago