২ মামলায় সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ২৩ আগস্ট

ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর যুবলীগের (দক্ষিণ) বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে দায়ের করা ২টি মামলার অভিযোগ গঠনের শুনানি ২০২৩ সালের ২৩ আগস্ট পর্যন্ত পিছিয়েছেন আদালত।

এ বিষয়ে জমা দেওয়া ২টি আলাদা আবেদনের ভিত্তিতে আজ রোববার শুনানির তারিখ পেছানো হয়।

আবেদনে সম্রাটের আইনজীবী আদালতকে জানান, তারা তাদের মক্কেলের বিরুদ্ধে এই ২ মামলার অভিযোগ গঠনের শুনানিতে অংশ নেওয়ার জন্য প্রস্তুত নন।

অস্ত্র মামলাটি এখন ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২ এবং মাদক মামলাটি ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১৫ আদালতে বিচারাধীন আছে।

আজ শুনানির সময় জামিনে মুক্ত থাকা সম্রাট আদালতে উপস্থিত ছিলেন।

২০১৯ সালের ৬ নভেম্বর র‍্যাব ঢাকার অবৈধ ক্যাসিনোর ব্যবসার মূল হোতা হিসেবে অভিযুক্ত সম্রাটের বিরুদ্ধে অস্ত্র মামলায় অভিযোগ গঠন করে। ২০১৯ সালের ৯ ডিসেম্বর র‍্যাব তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ মামলার অভিযোগ গঠন করে। সম্রাটের সহযোগী এনামুল হক আরমানের বিরুদ্ধেও একই মামলায় অভিযোগ আনা হয়।

কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ২০১৯ সালের ৬ অক্টোবর সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

অভিযান শেষে ৫টি গুলিসহ ১টি বিদেশি পিস্তল, ১ হাজার ১৬০টি ইয়াবা, ১৯ বোতল বিদেশি মদ, ২টি ক্যাঙ্গারুর চামড়া এবং 'নির্যাতন করার' বৈদ্যুতিক সরঞ্জাম পাওয়ার কথা জানানো হয় র‌্যাবের পক্ষ থেকে।

রাজধানী ঢাকার বিভিন্ন ক্লাবে র‌্যাব অবৈধ ক্যাসিনো ব্যবসার বিরুদ্ধে অভিযান শুরু করলে সম্রাটের নাম আলোচনায় উঠে আসে। গ্রেপ্তারের পর তাকে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ থেকে বহিষ্কার করা হয়।

Comments

The Daily Star  | English

Economist Abul Barkat held in corruption case

Prof Abul Barkat was the chairman of state-owned Janata Bank PLC

37m ago