বিএনপির ৩০ নেতা-কর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা, গ্রেপ্তার ৫

স্টার অনলাইন গ্রাফিক্স

জামালপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে নাশকতার চেষ্টার অভিযোগে বিএনপির ৩০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- জেলার মেলান্দহ পৌর বিএনপির সহসভাপতি আমিনুর রহমান রেনু (৫০), যুগ্ম সাধারণ সম্পাদক আ. আজিজ (৪৫), পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফাহাদুজ্জামান নবীন (৩২), যুবদল কর্মী ছামিউল ইসলাম (২৬) এবং ছামিদুল ইসলাম (৩৫)।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আতিকুল রহমান দ্য ডেইলি স্টারকে জানান, গোপন বৈঠকে নাশকতা সৃষ্টির পরিকল্পনা চলছিল। এ সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় অধিকাংশরা পালিয়ে গেলেও ৫ জনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় নাম উল্লেখ করে ৩০ জন ও অজ্ঞাত আরও ৩০-৩৫ জনকে আসামি করে বিশেষ ক্ষমতার আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে।

বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম দ্য ডেইলি স্টারকে বলেন, 'নাশকতা সৃষ্টির কোনো ঘটনাই ঘটেনি। বিএনপির আন্দোলনকে প্রতিহত করতে পরিকল্পিতভাবে এ হয়রানিমমূলক মামলা দেওয়া হয়েছে। কোনো মামলা-হামলায় চলমান আন্দোলনকে থামানো যাবে না।

Comments

The Daily Star  | English
US attack on Iran nuclear sites

Iran denounces US attack as ‘outrageous’

Iran says 'no signs of contamination' after US attacks on key nuclear sites

7h ago